Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Tuesday, January 5, 2016

বিটকয়েন একাউন্ট তৈরি করার টিউটোরিয়াল।


 প্রথমেই আমার সালাম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে সহজে বিটকয়েন অর্জন করে টাকা ইনকাম করতে পারেন। বিটকয়েনের মূল্য উঠা-নামা করে এই মহূর্তে দেখা যাচ্ছে 1BTC = 410$.


 বিট কয়েন কি ?
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে।

বিট কয়েন এর দাম:
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ৪১০.৬০ ডলার অর্থাৎ 1 BITCOIN = $410.60 এ দাম প্রায় প্রত্যেক দিন বাড়ছে আর কমছে তাই কেউ এর সঠিক দাম বলতে পারবে না।

বিট কয়েন লেনদেন:
বিট কয়েন লেনদেন অনেকটা পেইজা, পেপাল, মানি বুকার্স লেনদেন এর মত,অথ্যাৎ আপনার একটা ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট থাকবে যেখানে আপনার সকল বিট কয়েন জমা থাকবে।আপনি আপনার প্রয়োজন মত সেই কয়েন তুলতে পারবেন।

ওয়ালেট বা বিট কয়েন একাউন্ট তৈরি:


প্রথমে আপনাকে বিটকয়েন অ্যাড্রেস এর জন্য কয়েনবেস ওয়ালেটে একটি একাউন্ট করতে হবে। একাউন্ট করা খুব সহজ।


একাউন্ট তৈরি করার জন্য প্রথমে এই লিংক প্রবেশ করুন  ।
 তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।
তারপর উপরের ছবির মত Registration form এ চিহ্নিত ঘরগুলো পূরণ করে একাউন্টে তৈরির কাজ শেষ করুন। আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে এবং সেই ভেরিফিকেশন লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করুন। তারপর একাউন্টে Login করলে নিচের ছবির মত একটি ড্যাসবোর্ড দেখতে পাবেন।

এরপর আপনার ড্যাসবোর্ড Account এ ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন।
এরপর আপনি ছবিতে চিহ্নিত Get Bitcoin Address এ ক্লিক করলে নিচের ছবির মত একটি Bitcoin Address পেয়ে যাবেন।
বিটকয়েন অ্যাড্রেস পাওয়া গেল। বিট কয়েন আর্ন করার জন্য এই
এড্রেসস টা ব্যবহার করতে হবে
এবার বিটকয়েন অর্জন করার পালা।

Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: BloggerYard.Com

0 comments:

Post a Comment