Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Tuesday, April 5, 2016

বিট কয়েন দিয়ে মোবাইল রিচার্জ করার নিয়ম।

আমরা সবাই কম বেশি বিট কয়েন সম্পর্কে জানি। তার পর ও যারা নতুন তাদের জন্য একটু জানাচ্ছি

বিট কয়েন কি?

বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে।

বিট কয়েন এর দাম

বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ৪২০.৬০ ডলার
অর্থাৎ 1 BITCOIN = $420.60
এ দাম প্রায় প্রত্যেক দিন বাড়ছে আর কমছে তাই কেউ এর সঠিক দাম বলতে পারবে না।

বিট কয়েন লেনদেন

বিট কয়েন লেনদেন অনেকটা পেইজা, পেপাল, মানি বুকার্স লেনদেন এর মত,
অথ্যাৎ আপনার একটা ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট থাকবে যেখানে আপনার সকল বিট কয়েন জমা থাকবে।
আপনি আপনার প্রয়োজন মত সেই কয়েন তুলতে পারবেন।

ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট তৈরি

১) ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট তৈরি করার জন্য এই লিংকে প্রবেশ করুন।
২) রেজিস্ট্রেশন ফরম আসলে, রেজিস্ট্রেশন ফরমের আপনার email,আপনার Password দিয়ে,Create Bitcoin Wallet এ ক্লিক করুন
৩) আপনার eMail এ গিয়ে আইডিটি ভেরিপাইড করুন।

হয়ে গেলে ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট।

বিট কয়েন অ্যাড্রেস তৈরিঃ

১) বিট কয়েন আইডি লগিন করে Setting এ গিয়ে Bitcoin Addresses এ ক্লিক করুন এখানে আপনার জন্য একটি অ্যাড্রেস তৈরি করা থাকবে, আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন।


অথবা নতুন অ্যাড্রেস তৈরি করতে 1) + Create New Address এ ক্লিক করুন
বিট কয়েন আর্ন করার জন্য এই এড্রেসস টা ব্যবহার করতে হবে।

একটা কথা বলতে চাই।ইনকাম এর সাইট গুল তে রেফারেল এর একটা বেপার আছে যা আপনার ইনকাম কে কিছুটা বারিয়ে দেবে। সর্ব পরি এটা একটা এক্সট্রা ইনকাম এর জন্য। কেউ এটা করে রাতারাতি বড় হতে পারবেন না। সবচে মজার বেপার হচ্ছে এটাতে কোন ইনভেস্টমেন্ট করতে হয় না। সুতরাংকোন রিস্ক নাই PTC সাইট গুলার মত।

এবার মুল কথায় আসি...
যেই সকল সিম এ রিচার্জ করতে পারবেনঃ
♦গ্রামীনফোন
♦এয়ারটেল
♦সিটিসেল
♦টেলিটক
♦রবি
♦বাংলালিংক


সর্বনিন্ম 0.0016 Bitcoin মোবাইল এ রিচার্জ হবে ৫০ টাকা।
অর্থাৎ যা প্রায় 0.68$ এর সমান।

১.প্রথমে http://bitrefill.com/  এ যাবেন 
২.Country সিলেক্ট করবেন বাংলাদেশ
৩.আর তা করতে না চাইলে সরাসরি https://bitrefill.com/bangladesh/ এ যেয়ে সিম সিলেক্ট করেন।
৪.তারপরে নিউ পেজে আপনার নাম্বার দিয়ে chek করে নিন (অবশ্যই নাম্বারের শুরুতে 88 বা ৮৮ দিবেন)
এর পরে আপনার মেইল এড্রেস দিন।




রিচার্জ এর জন্য আপনাকে ওপরের লিঙ্ক এ ক্লিক করতে হবে। করলে নিচের মত একটি পেজ আসবে

যে অপারেটর এ রিচার্জ করবেন সেটাতে ক্লিক করুন। আমি এয়ারটেল সিলেক্ট করেছি
নাম্বার দিন check এ ক্লিক করুন। তার পর এর পেজ এ আপনার ইমেইল এড্ড্রেস দিন আপনার এমাউন্ট দিন

পেজ এ ডিটেইল দেয়া থাকবে। ইমেজ এর এড্রেস এ দিবেন না। কারন ওইটা আমার অ্যাড্রেস ... 

1-10 মিনিট এর মধ্য আপনার ফোন এ টাকা চলে আসবে।সাধারনত কয়েক সেকেন্ড এর মধ্যেই টাকা মোবাইলে চলে আসে।

আমার পেমেন্ট প্রুফঃ
আপনার  ই-মেইল এ একটা মেইল যাবে। তারপর টাকা পাঠানোর সময় আরেকটা মেইল যাবে।আর মোবাইলে ও কনফার্ম মেসেজ যাবে।

আসা করি আপনাদের সবার কষ্টার্জিত টাকা হাতে পাবেন হাতে না পেলেও মোবাইল এ পাবেন । মেইল এড্রেস আর নাম্বার যেনো ভুল না হয়।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট অপশন তো আছেই।



Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: BloggerYard.Com

0 comments:

Post a Comment