Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Friday, September 30, 2016

The Future of Artificial Intelligence & Ethics on the Road to Superintelligence


The human brain, consisting of roughly 86 billion neurons, rivals the world’s best supercomputers in terms of
magnitude, efficiency, and speed, using as little energy as a small 20-watt light bulb. Human evolution took
tens of thousands of years to adapt noticeable brain size and architecture changes.
                   
Evolution is a slow process that can take eons for changes to occur.  Technology, on the other hand, is
amazing in terms of how fast it is moving along, blending into the world seamlessly. The technological
evolution notably occurs at a faster pace compared to biological evolution.

To further understand the situation, imagine a frog in a pot of water that heats up 1/10th of a degree
Celsius every ten seconds. Even if the frog remained in that water for, say an hour, it would be unable
to feel the minute changes in temperature. However, if the frog is dropped into boiling water, the
change is too sudden and the frog jumps away to avoid fate.
Let's take a gigantic chessboard and a grain of rice, for scale, and place each grain of rice to a corresponding
chess square following a sequence: for each passing square, we double the amount. Upon applying this, 
we get:

1) 1
2) 2
3) 4
4) 8

And so on. You must be thinking, “What difference does doubling a grain of rice for every box make?” 
But one must remember that, at some point, the number from which the count started will be totally 
indistinguishable to the end result. Still on the 41th square, it contains a mountainous 1 trillion grains 
of rice pile. 

41) 1,099,511,627,776

What started out as a measly amount, barely feeding a single ant, has become massive enough to feed a city
of 100,000 people for a year. 
The development of technology over time

In the year 1959, the global output of transistor production of 60 million was huge. It was deemed a 
manufacturing achievement to produce such an amount.   Although looking at the world today, it pales
 because of how far the transistor development has come. A modern i7 Skylake processor contains around

(Skip to 5:15 in the video, to hear the global transistor manufacturing achievement in 1959)

1,750,000,000 transistors. It would take 29 years of 1959’s transistor global production to match one i7
Skylake transistor count.  

The transistor manufacturing size in an i7 Skylake processor is 14 nm. For reference, a silicon atom
is about 0.1176 nm across: 14/0.1176=119 Meaning, a transistor in an i7 Skylake processor is only 
about 119 atoms across.  

Therefore, one can conclude that it takes technology to build technology. In the past, civilization was 
limited to the usage of paper and writing. Calculations done by hand tend to be slow and tedious. 
Whyfuture.com - Lets think about the future
Artifical Intelligence - The Future - Ethics on AI & more






Sunday, June 12, 2016

বিট কয়েন ও ডগি কয়েন সাইটের কিছু গোপনীয় অপশনের কাজগুলো ভালভাবে বুঝে নিন! এবং বিট কয়েন আর্ন করুন ১০ গুণ বেশী !!

আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। আপনার অনেকেই ‍হয়ত বিট কয়েন সাইট ও ডগি কয়েন সাইটে সময় দিচ্ছেন ও আয় করছেন। তথাটি বিভিন্ন কাজের ‍কৌশল এবং ট্রানজেকশনের মাধ্যমে জানতে পেরেছেন বিট কয়েনের আয় যে সত্যি বলে কিছু আছে বুঝতে পেরেছেন।

বিট কয়েন মুদ্রা হিসাবে আপনারা বিভিন্ন সাইটে কাজ করে থাকেন তার মধ্য সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে ফ্রিবিটকো.ইন। এই সাইটে সবাই কাজ করেন থাকেন এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে যাহা অনেকের কাছেই রহস্যময় তথা বুঝে উঠে পারছেন না কিসে কি হবে! দুশ্চিন্তার কারন নাই। এবার সেই গুলো সম্পর্কে ধারনা দিব যেখানে আরো কিছু বিট কয়েন আয়ে সহায়ক হবে।

অপরিচিত অপশন গুলোর সাথে পরিচয় ও সংক্ষেপে কিছু কাজের বর্ণনা
1. Multiply BTC

১। প্রথমে আপনি আপনার ফ্রি বিটকো সাইটে লগিন করুন এখানে। যদি একাউন্ট না থাকে একাউন্ট তৈরির কৌশল দেখে নিতে পারেন এখান থেকে । MULTIPLY BTC তে ক্লিক করুন। দেখবেন নিচের মত একটা পেজ আসবে, চিত্রটি মনোযোগ সহকারে দেখুন।স

এটা অনেকটা গেমের মত। আপনি জিতলে লাভ করবেন আর হারলে লস করবেন।
নিচের লেখাগুলো ভালভাবে অনুসরন করুন।

Enter bet amount below (1)

এখানে যত বিটকয়েন দিবেন বা লিখবেন। আপনি জিতলে তত লাভ করবেন অথবা হারলে লস করবেন। তবে প্রাথমিক হিসাবে 0.00000800 -0.00001000 বিটিসির মধ্য সীমা বদ্ধ রাখতে পারেন

BET HI/BET LO (2)

এখানে যেকোন একটিতে ক্লিক করলে Rolling হতে থাকবে… এর ওপর নির্ভর করে আপনি লাভ বা লস করবেন। তবে Manual Bet অপশনে কাজটা করা ভাল। Auto Bit অপশনে কাজ করলে নিজের কোন কর্তত্ব থাকবেনা। সাইট কর্তৃপক্ষ আপনাকে লাভ দিলে লাভ, লস করলে লস!!

Maximum profit perbit (3)

এখানে যে বক্সটা দেখাছেন সেটা সামনে পেছনে নিয়ে যেমন 2/2x/Min/ Max আপনার আপনার লাভ ২গুন, ৩গুন এমনকি ১০০গুনও করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি যদি এটা সামনে নেন তাহলে আপনার লস হওয়ার সম্ভবনা ৯৯.৯৯%… সুতরাং এটা যেভাবে আছে সেভাবে থাকাই ভাল… তারপরও কেউ যদি করেন তাহলে আমার দোষ নাই।
Win Profit (4): এখানে আপনি দেখতে পারবেন আপনি কত লাভ বা লস করবেন।

Higher Than/Lower Than (5)

এখানে দেখেন দুইটা সংখ্যা আছে… এই সংখ্যা দুইটার ওপর নির্ভর করে আপনি লাভ করবেন না লস করবেন। এখন মনে করুন, আপনি BET LO ক্লিক করেছেন। এখন Rolling হওয়ার পর যদি আপনার 2899 উঠে তাহলে আপনি জিতবেন কারন আপনার Rolling সংখ্যা Lower Than এর চাইতে কম।
আর হ্যাঁ এখানে BET LO মানে হচ্ছে Lower Than এর চাইতে কম আর BET HI মানে হচ্ছে Higher Than এর চাইতে বেশি।
আবার যদি BET LO ক্লিক করার পর আপনার Rolling সংখ্যা Higher Than এর চাইতে বেশি হয় তাহলে আপনি লস করবেন। নিচের চিত্রটি দেখুন… এখানে BET LO ক্লিক করার পরে আমার লাভ হয়েছে।

কাজের প্রমানাদি
অবশ্য আমি নিজে বেশ কয়েকবার ট্রাই করেছি তার মধ্য ৩ বার লাভ করেছি। ছোট অংকে ৫ বার লস হয়েছে।

যেখানে ২ কিস্তিতে মোট ০.০০৬০০০ বিটিসি লাভ করেছি

লাভের চিত্র

১।

উই

লসের চিত্র

জ্ঞাতব্য বিয়ষঃ

অনেকেই বলে থাকেন MULTIPLY BTC তে- ৯৮% ইউজার লস করে থাকেন। এবং এটি একটি প্রতারনার ফাঁদ। হ্যা কথার সাথে সহমত! কারন এটিও অনেকটা লটারীর মত খেলা। জিতলেই লাভ, ক্ষতিতে পড়লে বাঁশ! তাই সর্বদা এটি প্লে করতে 0.00000800 -0.00001000 বিটিসির মধ্য সীমা বদ্ধ রাখতে পারেন তথাপি ২/৩ দিন পর পর গ্যাপ  দিয়ে ট্রাই করাটা ভাল। এবং যারা এটি খেলবেন নিজ দ্বায়িত্বে করবেন। সবকিছু হারিয়ে ফেলে আমাকে দোষ দিবেন না!!

2. Lottery
আপনি লটারীতে অংশ গ্রহন করে যদি বিজয়ী হন তাহলে বিট কয়েন অর্জন করতে পারবেন।লটারীতে অংশ নেবার জন্য আপনি যে কোন সংখ্যার লটারী ক্রয় করতে পারেন যেমন ১/৫/৭/১০ টি টিকিট ইত্যাদি। এই জন্য লটারী অপশনে গিয়ে NO. OF TICKETS এ- গিয়ে কতটি ক্রয় করতে চান তার সংখ্যা ইনপুট করে Buy করলেই হবে।
অবশ্য সেখানে YOUR TICKETS অপশনে আপনার টিকেট নম্বর জানিয়ে দেওয়া হবে। সর্বনিচে ইউজার টিকেট নং দেখে বুঝতে পারবেন লটারীতে জিতেছেন কিনা। এখানে আমি একবার লটারী জিতে প্রায় ৭ ডলার ফ্রি পেয়েছিলাম। এখানে লটারী জিতলে আপনি ১ বিটিসি, ছোট-বড় যে কোন এমাউন্ট পাইতে পারেন। এখানে প্রতি লটারীর খরচ 0.00000028 BTC




Wednesday, May 18, 2016

Dogecoin এর বেশ কিছু সাইটের সাথে পরিচয়।


আপনার যারা পূর্বে বিট কয়েন সাইটে কাজ করেছেন ও করছেন তারা বোধ হয় অতিরিক্ত বিট কয়েন পাবার জন্য বেশ কিছু স্পেশাল সাইটে কাজ করেন যেখানে প্রতি মিনিট ঘন্টাতে ৫০০-১০০০০ পর্যন্ত সাতোশি পাওয়া যায়। মূলত এই সাইট গুলোকে Fauct Site বলা হয়। Dogecoin সাইটে বাড়তি সাতোশি ইনকাম করার জন্য ২/১ টি Fauct ‍সাইট আছে আমি সেগুলোর সাথে পরিচয় করাব। অবশ্য বিটকয়েন সাতোশির মত এখনো অতিরিক্ত ডগিকয়েন সাইটে সাতোশি প্রচলন হয়নি।

 ক। মুনডগিকয়েন

এই সাইটে সাইনআপ করলে প্রতি ৫ মিনিট পর ১৩.৬০ ডগি পাইবেন। রেজি: এর কোন ঝামেলা নাই। শুধুমাত্র ডগি ওয়ালেট ঠিকানা ইনপুট করলেই হবে। কাজ করতে ক্লিক করুন এখানে।

 খ। কয়েন প্রো

সাইন আপ করতে কাজ করুন এখানে। এই সাইটের প্রধান বৈশিষ্ট হল একবার রেজিঃ করলেই হবে। কোন ক্যাপচা কিংবা ইমেজ মিল করনের কোন কাজ নাই। অর্থাত কোন কাজ না করেই প্রতিদিন নিদিষ্ট পরিমান ডগিকয়েন জমা হতে থাকবে।
শুধু এখানে ডগিকয়েন নয় বিট কয়েনসহ আরো ১০ টি সাইটের বিট পাইবেন ফ্রিভাবে প্রতিদিন। অতপর সাইটের নিয়মানুযায়ী নিদিষ্ট পরিমান বিট জমা হলেই ওয়ালেটে উইথড্র করা যাবে।

গ। ডগিমাংকি

সাইন আপ করতে এখানে ক্লিক করুন। প্রতি ৩০ মিনিট পরপর ১০০ ডগিকয়েন পর্যন্ত পাবেন।মিনিমাম পেআউট ১০০ ডগিকয়েন অটোমেটিক।


Monday, May 16, 2016

বিট কয়েনের মতই এবার আয় করুন ডগি কয়েন! কিভাবে কাজ করবেন, উইথড্র পদ্ধতিসহ একাধিক অলোচনা সমূহ!!

ডগি কয়েন নিয়ে আগের টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।

Dogecoin সাইটে কাজ করতে কি যোগ্যতা সমূহ প্রয়োজন?
Dogecoin দিয়ে শুরু হচ্ছে Dogecoin ব্যবহার শুরু করা খুব সহজ যা বিট কয়েন সাইটের কাজের মতই। প্রথমত একটি Dogecoin ওয়ালেটে লাগবে > ভাল Dogecoin একচেঞ্জের কিছু Dogecoin সাইট > আপনার Dogecoin এর একটি আইডি/ইমেইল।

কাজের কৌশলঃ           

প্রথমে আপনার একটি Dogecoin ওয়ালেট ঠিকানা লাগবে যেখানে আপনার Dogecoin আয়সমূহ উক্ত সাইটে জমা হবে। প্রয়োজনে সেখান হইতে কনভার্ট কিংবা উইথড্রসহ যাবতীয় ট্রানজেকশন করতে পারবেন। আসলে কাজটা হল বিটকয়েন সাইটের ওয়ালেট কয়েনবেইজ ঠিকানার মতই একটি আইডি। উল্লেখ্য Dogecoin আয়সমূহ কোনভাবেই বিটকয়েন ওয়ালেটে জমা হবেনা কিংবা সেন্ড করা যাবে না। সুতরাং এর নিজস্ব একটি ওয়ালেট ওপেন করতে হবে। এবং Dogecoin সাইটে কাজ করার পূর্বশর্ত হল Dogecoin ওয়ালেট ঠিকানা। Dogecoin সাইটের বেশ কয়েকটি ওয়ালেট ঠিকানা আছে। তার মধ্য জনপ্রিয় হল Dogechaininfo তাহলে এবার দেখিয়ে দিই কিভাবে একটি ওয়ালেট ওপেন করবেন?

১। প্রথমে প্রবেশ করুন এখানে

২। নিচের মত চিত্র আসবে সেখানে Create Wallet এ-ক্লিক করুন
৩। নতুনভাবে একটি চিত্র আসবে। সেখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড ইনপুট করে Create Wallet এ-ক্লিক করুন।> ইমেইলে বার্তা যাবে সেটি ভেরিফাই করুন।
সতর্কতাঃ                     
আপনার মেইলে Dogecoin ওয়ালেটে লগইন করার একটি এড্রেস/কোড যাবে। সুতরাং পাসওয়ার্ডসহ সেটি আপনার ডায়েরী, ইমেইল কিংবা অন্য কোথাও টুকে রাখুন, ইমেজ করে রাখুন। হারিয়ে গেলে কিন্তু মহা সমস্যা! কোনভাবেই রিকভার করতে পারবেন না। তাছাড়া Dogecoin সাইট ও ওয়ালেটে লগিন করতেও কাজে লাগবে।

৪। ব্যাস এবার আপনার Dogecoin ওয়ালেট লগিন করলে নিম্নরুপ চিত্র আসবে। সেখানে আপনার যাবতীয় ট্রানজেকশন জমা ও হিষ্টরি দেখতে পাবেন। সুতরাং কয়েনবেইজ সাইটের মতই এই ওয়ালেট হইতে ডগি কয়েন সেন্ড/রিসিভ করতে পারবেন। এবং সেই সাথে ডগিকয়েন ওয়ালেট হইতে আপনার ৩৪ বর্ণের সংখ্যা/ঠিকানাটি নোট প্যাডে/ওয়ার্ডপ্যাডে কপি করে নিন। পরবর্তী ধাপে কাজে লাগাতে হবে।
কিভাবে Dogecoin সাইটে কাজ করবেন?   
 ব্যাস ওয়ালেট তো ওপেন করলেন! এবার ডগি কয়েন সাইটে সাইনআপ করার পালা। ডগি কয়েন সাইটে আয় করার অনেকগুলো সাইট আছে তার মধ্য জনপ্রিয় সাইট হল ডগিকয়েন ইন। তাহলে সাইনআপ করতে ক্লিক করুন এখানে।

১। নিচের মত চিত্র আসবে। সেখানে Email Address, Password, Dogecoin Address টাইপ করে Signup বাটনে ক্লিক করলেই হবে। এবং আপনার মেইলটি চেক করুন। অতপর লগইন করুন।



( বিঃদ্রঃ Dogecoin Address এ- আপনার ডগিকয়েন ওয়ালেটের ৩৪ বর্ণের সংখ্যাটি ইনপুট করতে হবে। যাহা প্রথমদিকে ওপের করেছিলেন)

২। লগইন করলে নিচের চিত্রটি পাবেন
এখানে কাজের কৌশল হুবহু বিটকয়েন ইন সাইটের মতই কার্বন কপি। প্রতি ১ ঘন্টাতে ক্যাপচা পূরন করতে হবে। এবং প্রতি সোমবারে অটোমেটিক পে করে। সুতরাং আর নতুন করে বলার কিছুই নাই। এবার নিজেই যাবতীয় কাজ করতে পারবেন।

পেমেন্ট পাবার প্রমানাদি চিত্রঃ     
যেহেতু নিজের ব্যস্ততা, ছোটখাট ফ্রিল্যান্স ও ব্লগিং করার কারনে এই সকল সাইটে তেমন সময় দিতে পারি না। তবে এই টিউন লেখার পূর্বে কাজ করে পরীক্ষা করে দেখেছি। এবং ডগি কয়েনের উপার্জন ডগিকয়েন ওয়ালেটে ৬ বার ট্রানজেকশন করেছি। ট্রানজেকশনের চিত্র নিম্নরুপ-

ডগি কয়েনকে কিভাবে আপনি বিটিসি কিংবা অন্য কোন মুদ্রাতে কনভার্ট করবেন?  
হ্যা এই রকম বেশ কিছু সাইট আছে যেমন এক মুদ্রা হইতে খুব সহজেই  অন্য মুদ্রা যেমন বিট কয়েন, লাইট কয়েনে রুপান্তর করা যাবে। এমনকি ডলারে কনভার্ট করতে পারবেন। তবে তার জন্য নিদিষ্ট পরিমাণ চার্জ আছে। আলফাক্যাশিয়ার, গোল্ড ডাস্ক সাইটের মত জনপ্রিয় সাইটে ডগি কয়েনকে যে কোন মুদ্রা/ডলারে রুপান্তর করতে পারবেন। অবশ্য যদি সুযোগ হয় তাহলে পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার পূর্বে আপনাকে এখানে কাজ করতে হবে, ভাল পরিমান ডগি কয়েন অর্জন করতে হবে।



যোগাযোগ:


Friday, May 6, 2016

বিট কয়েনের মতই এবার আয় করুন ডগি কয়েন! সাথে থাকছে ডগি কয়েন কি?


অাজকের প্রকাশিত টিউনে আলোচনা করব বিট কয়েন সাইটের মতই একটি  Crypto currency সাইট।  যেখান হতে বেশ কিছু আয়, উথড্র ও মুদ্রাতে কনভার্ট সহ যাবতীয় কাজ করতে পারবেন।



Bitcoin ধাতব কোনো মুদ্রা নয়, তবে বিশ্বের কয়েকটি দেশে প্রচলিত রয়েছে অস্পৃশ্য ও মুক্ত এই সাংকেতিক [ক্রিপ্টোগ্রাফিক] কয়েন। প্রচলিত মুদ্রার মতোই ব্যবহৃত হচ্ছে মূল্য পরিশোধ কাজে। অথচ টাকা বা সোনার মতো বাস্তব কোনো অস্তিত্ব নেই এই ভার্চুয়াল মুদ্রার। তার পরও যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি ও ভারতের মতো বিশ্বের বেশ কিছু দেশে বিকেন্দ্রীকরণ পদ্ধতির এই ডিজিটাল মুদ্রাব্যবস্থার প্রচলন শুরু হয়েছে। অনলাইনে পণ্যমূল্য পরিশোধ করে বিট কয়েনের মতো Lite coin, Pear Coin, Ripple, Dark Coin, Dogecoin কয়েন- এমন অন্তত ডজনখানেক ভার্চুয়াল কয়েন দিয়ে কেনা যাচ্ছে প্রয়োজনীয় পণ্যও। অনলাইন থেকে পণ্য ক্রয়ে এই মুদ্রার কার্যক্রম শুরু হতে যাচ্ছে বাংলাদেশেও। যাইহোক বিট কয়েন বিষয় নিয়ে আমি টিটিতে বেশ কয়েকটি টিউন করেছিলামাম।সুতরাং নতুন করে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। বিট কয়েন সম্পর্কে পূর্বের টিউনগুলোর রিভিউ দেখতে পারেন এখানে

Dogecoin কি?
Dogecoin একটি নতুন মজা, এবং ডিজিটাল মুদ্রার দ্রুত বর্ধনশীল ফর্ম. ডিজিটাল মুদ্রার এই ফর্ম "crypto currency" বলা হয়; ডিজিটাল মুদ্রা একটি টাইপ. Crypto currency বিকেন্দ্রীভূত, সম্পূর্ণরূপে বেনামী, এবং অত্যন্ত নিরাপদ।


Dogecoin একটি আপনার কম্পিউটারে মানিব্যাগ, আপনার স্মার্টফোন, বা একটি ওয়েবসাইটের সাথে ব্যবহার করা হয়। আপনি পণ্য ও সেবা কিনতে, অথবা অন্যান্য মুদ্রা (অন্যান্য crypto currencies বা মার্কিন ডলার মত প্রথাগত একক উভয়) জন্য এটা ট্রেড করার জন্য এটি ব্যবহার করতে পারেন। Dogecoin জন্য সবচেয়ে জনপ্রিয় ব্যবহারসমূহ এক সৃষ্টি বা মহান কন্টেন্ট ভাগ যারা সহকর্মী ইন্টারনেট-goers "tipping" হয়। সমস্ত ইন্টারনেট জুড়ে ব্যবহার করা যেতে পারে যে প্রকৃত মূল্য সঙ্গে আরো একটি অর্থপূর্ণ "জীবন" বা upvote, হিসাবে এটা মনে করা হয়। অস্ট্রেলিয়ার একটি ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিশেষজ্ঞ এবং আসলে সফলভাবে বছরের দুই সর্বশ্রেষ্ঠ ঘটনা মিলিত হয়েছে পূরণ না যারা পোর্টল্যান্ড, আকরিক একটি প্রোগ্রামার যেখানে উইকিপিডিয়া পাওয়া যাবে এবং ডোজ ফল স্বরুপ নাম হয়েছে Dogecoin. আর মানুষ আসলে অন্য মুদ্রার মতই নেটে এটি ব্যবহার করছে। সাধারন ভাবে বলা যায় অনেকটা বিট কয়েনের মতই Crypto currency হল Dogecoin।



Dogecoin এর নাম করন!

ডগি কয়েনের নাম করন কিভাবে হল এবং কেনইবা আবিষ্কার হল তার সুনিদিষ্ট ব্যাখ্যা করা যাবে না। তবে যতটুকু জানা যায়, আপনি ডোজ মেমে সাথে পরিচিত না হন, তাহলে এটা ব্যাখ্যা করা কঠিন - আপনি সাজানোর শুধু এটা নিজেকে দেখতে আছে. মূলত, ইন্টারনেটে কেউ কমিক সান্স চিত্রের একটি devastatingly চতুর Shiba Inu কুকুর কাল্পনিক সিনট্যাক্স চিন্তা বুদবুদ টিউনিং শুরু করেন. মেমে উপর প্রকারভেদ এই মত চেহারা। Dogecoin তার লোগো হিসাবে "ডোজ" ইন্টারনেটের মেমে থেকে Shiba Inu কুকুর একটি উপমা সমন্বিত একটি crypt currency হয় যাহা  একটি ইন্টারনেট tipping সিস্টেম হিসাবে  ডিসেম্বর 8, 2013 তে চালু করা হয়।

Dogecoin বনাম Bitcoin. কোনটি এগিয়ে?
যেহেতু পূর্বেই বলেছি Bitcoin ব্যতিত বেশ কয়েকটি crypto currency মুদ্রা চালু হয়েছে তার মধ্য একটি হচ্ছে Dogecoin। বিট কয়েনের মতই এর কাজের ধারাও হুবুহ একই রকম। অনেকেই কাজ করছেন। তবে সত্যি কথা বলতে বিট কয়েনের জনপ্রিয়তার মত Dogecoin এখনো অনেকটা পিছিয়ে আছে। হয়ত আগামী কয়েক বছরের মধ্যই জনপ্রিয়তার দিকে যাবে। তথাপি আরেকটি মজার ব্যাপার হল আপনার Dogecoin কয়েন আয়কে কনভাট করে Bitcoin এ- রুপান্তর কিংবা ওয়ালেটে প্রেরন করতে পারবেন। অথবা কোন কনভার্ট না করে ডগি কয়েন ওয়ালেটে সংরক্ষণ করতে পারবেন। বর্তমানে 1 Doge = 0.00000048 BTC = 0.00012 USD. সুতরাং বুঝা যাচ্ছে বিট কয়েন মূল্য হইতে কিছুটা পিছিয়ে আছে। তাছাড়া এটিও অনেকটা শেয়ার বাজারের মত, প্রতিনিয়ত রেটিটেন্স উঠানামা করে। Dogecoin এর একটি দ্রুত প্রাথমিক মুদ্রার উৎপাদন সময়সূচী আছে যেখানে প্রতি বছরে একটি অতিরিক্ত 5.2 বিলিয়ন কয়েন সঙ্গে যোগ হয়। 2014 সালের শেষ নাগাদ এর প্রচলন প্রায় 100 বিলিয়ন দাড়িয়েছিল।. Dogecoin এর বাস্তবায়ন বিভিন্ন পরামিতি দ্বারা Bitcoin থেকে পৃথক. Dogecoin এর ব্লক সময় Bitcoin এর ৩.৫ মিনিট উল্টোদিকে 1 মিনিট.




Tuesday, May 3, 2016

একটি অসাধারন বিটকয়েন আর্নিং এপ,যা দিয়ে আপনার মোবাইল রিচার্জ ও করতে পারবেন।


সবাই কেমন আছেন,আসা করি ভালো। বেশি কথা বলবোনা এপটি ডাউনলোড করে নিন। তারপর আপনার ইমেল এবং ইউজারনেম দিয়ে রেজিস্ট্রেসন করুন। কাজ শেষ।

এখন কথা হলো কিভাবে প্রচুরপরিমান ইঙ্কাম করবেন।

এই এপে অনেক অপ্সন আছে ইঙ্কাম করার। এপ ইন্সটোল হলে রেজিস্ট্রেসন তার পর এই ইনভাইট 5ARQAA2 কোড বসান দেখুন রেফার  লিখা আছে ওখানে ক্লিক করুন,  তাহলে আপনি পাবেন  ১০০ এবং আমি পাব ১০০ point।এপ ইন্সটল দেয়ার কারনে পাবেন আরও ৬০পয়েন্ট এছাড়াও ছোট ছোট এপ ডাইনলোড করে ৯০অথবা ৬০ এই রকম ভাবে পেতে থাকবেন। ভুল হলে পয়েন্ট পাবেন না, নিচের ছবি দেখুন।

আসুন একনজরে এপটির বিষয়ে জেনে নেই:
♦প্রতিদিন অ্যাপে একবার ঢুকলে পাবেন ৩০পয়েন্ট।
♦যে কোনো অ্যাপ ডাউনলোড করলে পাবেন ৮০-২৬০ পয়েন্ট।
♦ রেফারেল এ ১০%। 1000 point = 1$ BTC, যা আপনি মাএ৩ দিনে ১$ আয় করতে পারবেন,রেফারেল কোড 5ARQAA2 ব্যাবহার করবেন,তাহলে দুজনেই ৫০-৫০০+ পয়েন্ট পাবো।
রেফারেল কোড ব্যবহার করবেন Refarel অপশনে গিয়ে।Enter Referral Code এ ক্লিক করে 5ARQAA2 বসাবেন তারপর > SUBMIT এ ক্লিক করবেন।

এবার আসুন কিছু Screenshot দেখে নেয়া যাক:






রিচার্জ করতে এইখানে ক্লিক করুন।

আরেকটা কথা বলি, যখন আপনি অফারে যাবেন তখন এপ ইন্সটোল করে ৩০সেকেন্ড ওপেন রাখবেন,আবার রিটার্ন এপে ফিরে আসবেন point বেলেন্স এ জমা হবে,যদি বেলেন্স জমা না হয়, তাহলে যেখানে পয়েন্ট জমা হয় ঐখানে ক্লিক করুনন, দেখবেন পেন্ডিং লিখা আছে সেখানে ক্লিক করুন ওপেন এপ এ আবার ক্লিক করুন ৩০ছেকেন্ড ওপেন রাখুন। এইবার ফিরে যান এপে দেখুন পয়েন্ট জমা হয়ে গেছে।আর প্রতি দিনের রিও্যারড ত আছেই ৫০ বা তার উপরে।



















Monday, May 2, 2016

আজ বিটকয়েন/মোবাইল রিচার্জ নয় সরাসরি bKash থেকে টাকা নিন।


আজ আপনাদের জন্য একটি বাংলাদেশী আর্ন সাইট টিউন করলাম। আমি এই সাইট থেকে বিকাশের মাধ্যমে টাকা পেয়েছি অনেক বার এবং নিয়মিত কাজ করে যাচ্ছি। এইখানে কাজ করতে কোন অবিজ্ঞতা লাগেনা। শুধু কম্পিউটার/এন্ড্রোয়েড এর সাথে নেট যুক্ত থাকলে চলবে। অনলাইনের মাধ্যমে ফ্রী অ্যাকাউন্ট খোলে আপনি ও ঘরে বসে আয় করতে পারবেন টাকা। সাইটটি ওপেন করে অ্যাড ক্লিক করা আপনার কাজ।  এই সাইট থেকে  অনেকেই টাকা পেয়েছে। ইচ্ছে করলে আপনিও কাজ শুরু করে দিতে পারেন। সাইটে কাজ শুরু করার আগে  ফ্রীতে সাইনআপ করতে নিতে হবে। সাইনআপ সম্পন্ন হলে আপনিও এই সাইটের একজন সদস্য হলেন। এখন থেকে আপনিও ঘরে বসে আয় করতে পারবেন।

১ ডলার হলেই টাকা তুলতে পারবেন বিকাশে।
এখানে, 1000 point = 1 $

শুরুতেই বলে নেই এখানে কাজ করতে হলে কম্পিউটার/এন্ড্রোয়েড থাকতে হবে।
প্রথমেই নিচের লিংকে গিয়ে ফ্রী Register করুন। এরপর Email Verify করে Log In করুন। Email এর Inbox এ Verify message না পেলে Spam option এ খুজে দেখুন।Earn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন।
সাইটটিতে আপনার প্রধান কাজ হল point আর্ন করা।কিভাবে point আর্ন করবেন,এটা খুবই সহজ,বিভিন্ন সোশাল সাইটে Like করা। এভাবে আপনার যখন ১০০০ point হবে তখন আপনি point to cash এ কনভার্ট করে বিকাশে নিতে পারবেন।
Log in করার পর নিচের  ছবির মত Earn Coins এ ক্লিক করুন।



এই সাইট এ টাকার অঙ্ককে Point হিসেবে প্রকাশ করা হয়। আপনি যত Point কালেকট করবেন আপনার Level তত বারবে। আপনি কাজও সে পরিমাণে বেশি পাবেন। Reference করেও Point বাড়ানো যায়।

Cashout করার জন্য বাংলাদেশিদের জন্য বিশেষ একটা সুবিধা আছে বিকাশ।

Earn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন(যদি আপনার সব কয়টিতে Account থাকে)।
Earn Coins থেকে Fb / twitter বা যে Option থেকে আয় করতে চান তা সিলেক্ট করুন।
আপনার Fb ac এ Log in করুন এরপর Fb সিলেক্ট করলে কতগুলো Fb page এর লিংক আসবে, page গুলো লাইক করে Confirm করুন। প্রতিটি page লাইকের জন্য আপনি নির্দিষ্ট পরিমান Coin পাবেন।
Fb page সব লাইক শেষ হলে Page টি Refresh করুন আবার কিছু fb page এর লিংক দেবে আবার আগের মত লাইক করুন।
এভাবে সব কয়টি fb page লাইক শেষ হলে Earn Coin থেকে twitter বা অন্য কোনো Section select করুন। সেখান থেকে যে কাজ দেবে তা সমাপ্ত করুন তাহলে ওই কাজের জন্য নির্দিষ্ট Coin আপনার Account এ জমা হবে।
সবচেয়ে ভালো হয় সব কয়টি সাইটে আপনার Account থাকলে। তাহলে প্রতিটি সেকশন থেকেই আয় করতে পারবেন এতে আয় বেশি হবে।

এখান থেকে ইনকাম বাড়ানোর কিছু টিপস আছে , টিপস গুলো লাগবে কি?
প্রথম টিপস (১),
সেটিং এ গিয়ে আপনার সেটিং সম্পূর্ণ পূরণ করবেন। সেটিং এ আটটি সাইট এর ইউজার নেম চেয়েছে । আমি জানি আমাদের প্রায় সবারই ফেসবুক আর টুইটার ছাড়া আর সাইট এর অ্যাকাউন্ট নেই।  নিচে সাইটগুলোর লিংক দেওয়া আছে, সে গুলো তে একাউন্ট খুলে নিন আর Username গুলো Setting এ দিয়ে Save করুন।
দ্বিতীয় টিপস (২),
MENU OPTION থেকে promot/refer-help youreself থেকে আপনার রেফার লিংক দিয়ে ২০ থেকে ২৫ জন কে বা তাঁরও বেশি জন কে জয়েন করান, কিন্তু তারা যেন অ্যাক্টিভ থাকে।
কি ভাবে কাজ করতে হবে কেউ যদি বুজতে না পারেন তাহলে ” How To” option এ ইউ টিউব ভিডিও আছে দেখে নিন।




এখনি রেজিস্টার করুন আর ৫০ Point ফ্রি পান।



Facebook, twitter এ সবার ই Account থাকলেও অন্য গুলাতে নেই।
নিচের লিংক গুলোতে একটি করে Account খুলে ফেলুন।

1.Facebook.com
2.Etsy.com
3.Linkdin.com
4.Delicious.com
5.Youtube.com
6.Twitter.com
7.tumblr.com
8.diigo.com
9.Pinterest.com

 দিনে অন্ততঃ ৩ বার ১০ মিনিট কাজ করবেন।
সাধারনত ৬-৭ ঘন্টা পর পর নতুন কাজ দেওয়া হয়।
দিন শেষে Daily Bonus option এ ক্লিক করুন ,আপনার কাজের লিমিট ঠিক থাকলে দিন শেষে এখান থেকে ৫০ কয়েন বোনাস পাবেন।
Refer option (promote/ Refer) এ আপনার Refer link পাবেন সেই লিংক দিয়ে বন্ধুদের Register করান এবং এখান থেকেও আয় করুন।  দ্রুত আয় করতে বেশি বেশি Refer করতে হবে।
তারা এখনও Payment দিচ্ছে এবং দিবে। আশাকরি আপনারাও পাবেন।

আপডেট পেমেন্ট প্রুফ দেখতে এখানে ক্লিক করুন।
Share Up To 110 % - 10% Affiliate Program

Thursday, April 21, 2016

বিটকয়েন আয়ের সেরা সাইট [টিউটোরিয়াল -০৩]


ডোনেলড কয়েন কি?           

DonaldCoin একটি বিটকয়েন জেনারেটর গেইম যেখানে আপনিপপ্রতি মিনিটে বিটকয়েন আয় করতে পারবেন।এই সাইটটিতে কোন মিনিমাম পেআউট নেই এবং পেমেন্ট instant!

সাইটটিতে রেজিস্টার করতে এখানে ক্লিক করুন

Resister এ ক্লিক করুন
এরপর Resister ফর্ম আসবে

ফর্মটি ভালোভাবে Complete করে,আপনার একাউন্ট এ Login করুন।

আসুন দেখি কিভাবে আয় করবেন, প্রথমে ছবি দেখে Click Here. এ ক্লিক ককরুন
Click Here এ ক্লিক করার সাথে সাথে আপনার সাতোশে জেনারেট হতে শুরু করবে।আপনার যখন খুশি তা Collect করতে পারবেন।


Collect এ ক্লিক করলে একটি ক্যাপচা বক্স আসবে
ক্যাপচা  Enter করে Collect এ ক্লিক করুন।

 ডেইলি গিফট: প্রতিদিন এখানে আপনি বেশকিছু সাতোশি আয় করতে পারবেন।





এড দেখে আয়: এর জন্য আপনাকে CAMPAIGNS এ ক্লিক করতে হবে।

আপনি এখানে ১০০-২০০ সাতোশির এড পাবেন যা মাএ ৫-১০  সেকেন্ডের।

Coin Store:  এখানে আপনি আপনার আর্ন করা কয়েন দেখতে পারবেন।কয়েনের বিনিময়ে আপনার জেনারেটর বাড়িয়ে নিতে পারবেন বা সাতোশিতে পরিণত করতে পারবেন।

Upgrade: ইচ্ছা হলে আপনার একাউন্ট আপগ্রেড করে নিতে পারেন।


পেমেন্ট :পেমেন্টের  জন্য WITHDROW মেনুতে  ক্লিক করুন।




যোগাযোগ : ফেসবুকে আমি।বিটকয়েন গ্রুপ